টি-টোয়েন্টির পর এবার পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের দায়িত্বও পেলেন বাবার আজম। বুধবার নতুন ক্রিকেট মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণার দিনে নতুন ওয়ানডে অধিনায়কের নামও ঘোষণা করে পিসিবি। এর আগে গত অক্টোবরে টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছিলেন তিনি। টেস্ট অধিনায়ক যথারীতি থাকছেন আজহার আলী।
২০১৭ সালে সরফরাজ আহমেদের হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। বৈশ্বিক ক্রিকেটে ২০০৭ সালের পর পাকিস্তানকে শিরোপা এনে দিলেও পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার দল ভালো করতে পারছিল না। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরফরাজকে সরিয়ে দেওয়া হয়।
পাকিস্তানের নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়ে দলটির প্রধান নির্বাচক ও কোচ বলেছেন,‘এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের জন্য সবচেয়ে জরুরি সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যত ভাবনায় সিদ্ধান্তটি সময়পোযোগী। আমি নিশ্চিত তারা (বাবর আজম ও আজহার আলী) দল নিয়ে নতুন পরিকল্পনা এখন থেকেই শুরু করবে যেন বড় পর্যায়ে আরও ভালো সাফল্য নিয়ে আসতে পারে।’
এমআর/প্রিন্স