সাধারণ মানুষ ও ঝুকিপূর্ণ এলাকার মানুষকে দূর্যোগকালীন সময়ে ভয় না পেয়ে জয় করার লক্ষে সকল পর্যায়ে দায়িত্বশীল ও সিপিপি কর্মীদের মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান। গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জননেতা মুঃ শাহিন শাহ গতকাল আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার আশিষ কুমার। এ বছরের প্রতিপাদ্য বিষয়ে মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দূর্যোগ প্রস্তুতি এই আলোকে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে এবং দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সিপিপি গলাচিপা টিম লিডার মো. দেলোয়ার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সিপিপি সদস্য/সদস্যাবৃন্দ সহ সুধীবৃন্দ আলোচনায় অংশ নেয়। সভায় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বলেন, যেকোন দূর্যোগে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সকল দায়িত্বশীল জনপ্রতিনিধি সহ সাধারন এই জনগোষ্ঠীকে আমরা যদি সচেতন করে পারি তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং মানুষের ক্ষতির হাত থেকে দেশের মানুষ যে বাঁচাতে পারবো। তিনি দূর্যোগ প্রশমন তিবসে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।