মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

সাংবাদিকদের টোকাই হিসেবে ব্যবহার করবেন না

গাজীপুর অফিস:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

গাজীপুর জেলা প্রেসক্লাবের মানববন্ধনে অনুরোধ

গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম রিপন আনসারী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিক ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীও মাঝে মধ্যে কলাম লিখেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সময়ের সাংবাদিক। গাজীপুরের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি করেন ভাল কথা। রাজনৈতিক কাজে সাংবাদিকদের ব্যবহার করবেন না। সাংবাদিকদের ব্যবহার করতে হলে তাদেরকেও নিজ দলে পদায়িত করেন। তাই বলে সাংবাদিকদের টোকাই হিসেবে ব্যবহার করবেন, এটা হয় না। বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকাল ১১ টায় গাজীপুর জেলা প্রেসক্লাব আয়োজিত গাজীপুরে সাংবাদিকদের সহাবস্থান নিশ্চিতের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম রিপন আনসারী। তিনি আরো বলেন, সাংবাদিক জাতির বিবেক। সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে মহান মুক্তিযুদ্ধ, রাষ্ট্র ও জনগনকে নিরাপদ রাখতে সাংবাদিকরা নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। যারা সাংবাদিকতার আড়ালে বিভিন্ন অপকর্ম করেন তাদেরকে আইনের আওতায় আনা হউক। সকালে বিএনপি, দুপুরে আওয়ামীলীগ, সন্ধ্যায় জাতীয় পার্টি এবং রাতে জামায়েত ইসলামী করবেন আবার সাংবাদিকতা করবেন তা হতে পারে না। রাজনীতি করলে রাজনীতি করেন আর সাংবাদিকতা করলে সাংবাদিকতা করেন। গাজীপুরের পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে পুরস্কার পাওয়ায় গাজীপুরের আনন্দ মিছিলে সাংবাদিকতার আড়ালে কারা মারামারি করল। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাংবাদিকতাকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করার প্রতিবাদে ও প্রতিকারের জন্য আমরা রাজপথে নামব। তিনি আরো বলেন, গাজীপুর জেলা প্রেসক্লাব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করব। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব। এরপরও সাংবাদিকতাকে রাজনীতি থেকে আলাদা করতে চাই। মানববন্ধনে সাংবাদিকদের সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন সরকার, সাধারণ সম্পাদক, মো: শফিকুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ সংবাদসংস্থা বাসস এর গাজীপুর সংবাদদাতা বীর মুক্তিযোদ্ধা হাজী মো: শহিদুল্লাহ, গাজীপুর জেলা প্রেসক্লাবের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, জেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ডা. বোরহান উদ্দিন অরণ্য, সাংগঠনিক সম্পাদক, আখতার হোসেন, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো: আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক, মো: মোশারফ হোসেন প্রধান, বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর জেলা সভাপতি, মো: শহীদ। গাজীপুর জেলা প্রেসক্লাবের শিক্ষা বিষয়ক সম্পদক মো: ইসমাঈল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলী আজগর খান পিরু, গাজীপুর জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো: জাকারিয়া, মহিলা বিষয়ক সম্পাদক, ফাহিমা নূর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গাজীপুর জেলার আহবায়ক সদস্য, মো: রমজান আলী রুবেল, জেলা প্রেসক্লাবের সদস্য মো: এনামুল হক খলিল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com