শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

রাসূলের আদর্শে সমাজ পরিশুদ্ধ করতে হবে : মাওলানা আবদুল হালিম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

‘বিশ্ব মানবতার শিক্ষক’ মুহাম্মাদ সা:-এর অনুসৃত শিক্ষায় ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলা ও উজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেছেন, রাসূলের শিক্ষায় সমাজ আলোকিত হলে খুন, ধর্ষণ, অবিচার ও দুর্নীতির অবসান হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী সা: মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা আবদুল হালিম।
জামায়াতে সহকারী সেক্রেটারি আরো বলেন, সুন্নাতে রাসূলের আলোকে ব্যক্তি ও সমাজ জীবনকে পরিশুদ্ধ করতে হবে। রাসূলের ভালোবাসায় উজ্জীবিত হয়ে সাহাবায়ে কেরাম বিপদ-মুসিবত ও দুঃখ-কষ্ট সহ্য করে দ্বীনের বিজয় সাধন করেছিলেন। ঈমান, হিজরত, জিহাদ ও শাহাদাতের প্রেরণায় সাহাবায়ে কেরাম ছিলেন পরিপূর্ণ। কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমির অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও রংপুর অঞ্চলের টিমসদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার। এতে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আবু রায়হান ও পাটগ্রাম উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ।
মাওলানা আবদুল হালিম বলেন, রাসূল (সা.) মাক্কী জীবনে তাওহীদ, রিসালাত ও আখিরাতের পূর্ণাঙ্গ দাওয়াতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আকৃষ্ট ও সংগঠিত করেছেন। মাদানী জীবনে কুরআনের আলোকে সুন্দর সমাজ গঠন করে ইসলামকে পরিপূর্ণ জীবনব্যবস্থা ও বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, সন্তানদেরকে শৈশব থেকেই কুরআনের শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। সীরাতে রাসূলের আলোকে পরিপূর্ণ মানুষ তৈরির ব্যবস্থা নিতে হবে। কুরআন-সুন্নাহর শিক্ষায় ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলা ও উজ্জীবিত করা অত্যাবশ্যক। দ্বীনের পথে যুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, সাহাবায়ে কেরাম শত বাধার মাঝেও দ্বীনের পথে দৃঢ় ও অবিচল ছিলেন। যুলুম-নির্যাতনের শিকার হয়ে হযরত আম্মার, তার মা সুমাইয়া ও পিতা ইয়াসির শাহাদাত বরণ করেছিলেন কিন্তু দ্বীনের পথে তারা অটল থেকে জীবন কোরবানি করেছেন। বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমেই আল কুরআন ও রাসূলের আদর্শ বাস্তবে রূপলাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com