সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার আবুতোরাব বাজারে মিরসরাই থানার বিট পুলিশিংয়ের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আবুতোরাব বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। র্যালী পরবর্তি সংক্ষিপ্ত সমাবেশে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম মাস্টারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার। এসময় আরো বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজি বেলাল উদ্দিন, সদস্য নুরুল গনি, কচুয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম, আবুতোরাব জগন্নাথধামের উপদেষ্টা বাবু নিখিল চন্দ্র নাথ। এসময় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আমরা হাজার হাজার বছর ধরে এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে আমরা একত্রে ছিলাম, দেশ যতদিন থাকবে ততদিন আমরা একই সাথে থাকতে চাই। এদেশে কোন উগ্রবাদের স্থান নেই। আমরা যেন একই সাথে বসবাস করতে পারি তারাই একটি নমুনা আজকের এই সম্প্রীতির সমাবেশ। ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।