কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে ভুরুঙ্গামারী উপজেলার ৭ ইউনিয়নে সকাল থেকে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামুলক বেশি। ৭ ইউনিয়নে মোট ৩৪জন চেয়ারম্যান, ৮৪জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ২০৯ জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৪শ ৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫শ ৮৬জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৮শ ৫০ জন। ৬৭টি কেন্দ্রে ৩শ টি বুথে ভোট গ্রহন চলছে। ভোট গ্রহণে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও ৩ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন ্র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও ৩টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিম ও ৩টি স্টাইফিং ফোর্স দায়িত্বে রয়েছেন। ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব জানান, সুষ্ঠভাবে ভোট গ্রহন চলছে। এখন পর্যন্ত্ম কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি সুষ্ঠভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে বলে তিনি জানান।