জয়পুরহাটের কালাইয়ে বেগুনগ্রাম আস্তানা চিশতীয়া তরিকার ভক্তদের নবান্ন উৎসব। কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন বেগুনগ্রাম চিশতীয়ায়ে আস্তানা শরীফে প্রতি বছরের ন্যায় এবারেও ১৮ নভেম্বর ৩ই অগ্রহায়ণ বৃহস্পতিবার চিশতীয়া তরিকা অনুসারীদের নবান্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এলাকার লোকজনের কাছ থেকে জানা গেছে জয়পুরহাট জেলা ছাড়াও পার্শ্ববর্তী বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও সুদূর কুমিল্লা জেলা থেকে মাওলানা আব্দুল গফুর চিশতি (রা.) এর ভক্তবৃন্দ উক্ত চিশতীয়ায়ে আস্তানা শরীফে এসে নবান্ন উৎসবে সমাবেত হয়। স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওই আস্তানা শরীফে প্রায় ৩০/৪০ হাজারের অধিক লোকজনের সমাগম হয়ে থাকে। শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে উল্লেখিত উৎসব পালনের জন্য সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। উক্ত আস্তানা শরীফে ভক্তরা যাতে নবান্ন অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে উদ্যাপন করতে পারেন এ লক্ষ্যে আনসার, গ্রাম্য পুলিশ ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছেন কালাই থানা পুলিশ অফিসার।