সিলেটে এক দিনে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আইইডিসিআরে পাঠানো নমুনা পরীক্ষায় ২৩ জন শনাক্ত হন। এদের মধ্যে এক চিকিৎসক ও চার পুলিশ সদস্য রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকায় শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে হবিগঞ্জের ১১ জন, সিলেটর ৭ জন, মৌলভীবাজারের ৪ জন ও সুনামগঞ্জের ১ জন। তাদের মধ্যে একজন করে চিকিৎসক ও নার্স রয়েছেন।
এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে বিশ্বনাথের চার পুলিশ সদস্য, ফেঞ্চগঞ্জে একজন ও বাকি ৮ জন সিলেট সদর এলাকার। সিলেটের বিভাগীয় কমিশনারের পিএসসহ (একান্ত সচিব) তার পরিবারের আরও তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বাসায় আইসোলেশনে আছেন।
পিএসের করোনা শনাক্ত হওয়ার পর বিভাগীয় কমিশনার মশিউর রহমান হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
এমআর/প্রিন্স