নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ‘মা’ কম্পিউটার ইনষ্টিটিউট অব টেকনোলজি নামে কম্পিউটার প্রশিক্ষন-২০১৯-২০ সনের সনদ বিতরণ করা হয়েছে। ৪ ডিসেম্বর সকালে জোহরা ম্যানশনে অবস্থিত ৪র্থ তলায় কম্পিউটার প্রশিক্ষ কেন্দ্রে এ সনদ বিতরণ করা হয়। কম্পিউটার প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগড়ি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ‘মা’ কম্পিউটার সেন্টারের স্বাত্বধিকারী ও প্রশিক্ষক শফিকুল ইসলাম, কম্পিউটার শিক্ষক মিজানুর রহমান, মোঃ পারভেজ আহমেদ, মোঃ জুয়েল রানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করা জরুরী। কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করতে হবে। প্রধান অতিথি বলেন, সোনারগাঁওয়ে অনেক মিল ইন্ডাষ্ট্রি হয়েছে। তোমরা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন মিল কারখানায় চাকরির জন্য আবেদন করার সময় এ সনদ প্রয়োজন হবে। এসময় প্রধান অতিথির হাত থেকে ৫০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ শেষে সনদ গ্রহণ করে।