ফেনীতে এক ডাক্তারসহ নতুন করে আরও ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫। সুস্থ হয়েছেন ১০জন। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রুবায়িত বিন করিম জানান, আক্রান্তদের মধ্যে ১ জন সোনাগাজীর, ১ জন দাগনভূঞার ও ২জন পরশুরামের বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোনাগাজীর আক্রান্ত ব্যক্তি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (৫৫)। এছাড়া পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের কিসমত টেটেশ্বর গ্রামের এক গণমাধ্যম কর্মী (৩৫) ও তার ৩ বছরের সন্তানও করোনা আক্রান্ত হয়েছে। দাগনভূঞা উপজেলার আক্রান্ত ব্যক্তি মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের অধিবাসী (২৫)।
ফেনী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, ফেনীতে এই পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। মোট ১০ জন সুস্থ হয়েছেন। করোনা সন্দেহে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৩০ জনের। ফলাফল পাওয়া গেছে ৯৬৪ জনের।
এমআর/প্রিন্স