বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ-২০২১’ ব্যাডমিন্টন টুর্নামন্টের তৃতীয় দিনে শুক্রবার শেষ বেলায় পুরুষ দ্বৈতে জয় পেয়েছেন বাংলাদেশের তানবির আহমেদ-মো: রাহাদ কবির খালেদ জুটি ২১-১৮, ১০, ২১ ও ২১-১৯ পয়েন্টে মহারাজা ইলুমালা- অর্জুন কৃষ্ণনান রাজারাম জুটিকে পরাজিত করেন।
পুরুষ দ্বৈতের আরেক ম্যাচে বাংলাদেশের মো: মোস্তাফিজার রহমান-আল আমিন জুমার জুটি ভারতের শ্যাম প্রসাদ- এস সঞ্জিত (জুনিয়র) জুটির কাছে ২১-১৬, ২১-১৫ পয়েন্টে পরাজিত হন। একই ইভেন্টে দিনের আরেক ম্যাচে বাংলাদেশের মো: নাজমুল ইসলাম-নিশান উদ্দিন জুটি ভারতের আয়ুশ আগারওয়াল-তুষার গগেঞ্জা জুটির কাছে ২১-১৬, ২১-১৬ পয়েন্টে হেরেছে।
এর আগে শুরুতে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে বাংলাদেশের মো: মোস্তাফিজার রহমান-ফাতিমা বেগম জুটি ১১-২১, ১২-২১ পয়েন্টে ভারতের খুয়ান বালশারি-মরিয়ান কাতিরাবান জুটির কাছে হেরেছেন। বাংলাদেশের শুভ খন্দকার- বৃষ্টি খাতুন জুটি ভারতের মুকুল আরোরা-অঞ্জু বর্মা জুটির বিপক্ষে ওয়াক ওভার পেয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন। পুরুষ দ্বৈতে ভারতের হিমাংশু মিত্তাল-শুভম শর্মা জুটির বিপক্ষে ২১-১৬, ১৭-২১ ও ২১-১৫ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের মোহাম্মদ সিগবাত উল্লাহ- সিফাত উল্লাহ জুটি। মিশ্র দ্বৈতে বাংলাদেশের মোহাম্মাদ সালমান খান-উর্মি আক্তার জুটি ২১-১৪, ১৭-২১ ও ১৯-২১ পয়েন্টে লড়াই করে ভারতের নাজির খান আবুবকর- নিলা ভালুবান জুটির কাছে পরাজিত হন। ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ এবারের আসরে অংশ নিচ্ছে।