গাজীপুরের শ্রীপুরে সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ও চাল কেনা শুরু হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম প্রাঙ্গণে এ সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক জানান, উপজেলা থেকে চলমান আমন মৌসুমে ৭২৭ মেট্রিক টন ধান ও ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। যার জন্য দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০ ও ১ হাজার ৬০০ টাকা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান প্রমুখ।