মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

সিরাজগঞ্জের সলঙ্গায় বসত বাড়ি ভাংচুর, কোর্টে মামলা দায়ের

আশরাফুল ইসলাম সলঙ্গা (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

সীমানা নিয়ে বিরোধ : মারামারিতে আহত দুই জন সিরাজগঞ্জে সলঙ্গায় চড়িয়া শিকার চক পাড়া গ্রামে দুই প্রতিবেশির মধ্যে বাড়ির সীমানা সাহাম নিয়ে বিরোধের জেরে মারামারিতে দুই জন আহত হয়েছে। আহতরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা শেষে এ ঘটনায় বুজরত আলী মন্ডল সিরাজগঞ্জ কোর্টে মামলা দায়ের করেছেন। আহতরা হলো উপজেলা চড়িয়া শিকার মধ্যে পাড়া মোঃ বুজরত আলী মন্ডলের ছেলে, মোঃ আব্দুল খালেক, ও মোঃ আব্দুল মালেক, জানা যায়, দুই প্রতিবেশী মোঃ বুজরত আলী মন্ডল(৭০) মোঃ হারুনর রশীদ (৫৫) ও মোঃ আল আমিন(৩৫)এর মধ্যে বাড়ির সীমানা সাহাম নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষ মামলাও করেন। সিরাজগঞ্জে আমলী আদালত সলঙ্গা থানার মামলা সূত্রে জানা যায়, ০৯/০১/২০২১ইং ২৫ শে পৌষ ১৪২৭ বাংলা রোজঃ শনিবার বিকাল অনুমান ৩.০০ ঘটিকায় ঘটনাস্থলঃ তপশীল বর্ণিত বসত বাড়ি। বাড়ির সাহাম- সীমানা নিয়ে মারামারি আহত দুই জন পরে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জে চিকিৎসা শেষে বুজরত আলী মন্ডলে(৭০) বার জনকে আসামি করে সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেন,আসামিরা হলেন, গোলাম মোস্তফার ছেলে, আল আমিন(৩৫) সাং গুয়াগাতী থানা উল্লাপাড়া, মফিজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম(৩৫) সাং তেলকুপি থানা সলঙ্গা,জোনাব আলী মন্ডলের ছেলে, হারুনর রশীদ(৫৫) সাং চড়িয়া শিকার চক পাড়া, থানা সলঙ্গা, রিয়াজ উদ্দিনের ছেলে, সানোয়ার হোসেন(৩৫) সাং মাগুরা থানা উল্লাপাড়া, মৃত রহমত আলীর ছেলে, হযরত আলী(৬০) হজরত আলীর ছেলে সোহাগ রানা,উভয় সাং পাড় তেতুলিয়া হোমশের আলীর ছেলে, নুরুন নবী(৩০) সাং মানিকদিয়ার, আবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফা(৫৫) গুয়াগাতী, তানজিলা খাতুন(২৫) ইতি খাতুন(২০) তাকমিনা খাতুন(২২) সর্ব পিতাঃ হারুনর রশীদ। সাবিনা খাতুন(৪৫) জং হারুন অর রশীদ সর্ব সাং চড়িয়া শিকার চক পাড়া। সর্ব জেলা সিরাজগঞ্জ। মামলার ধারাঃ ১৪৩,৪৪৭,৪৪৮,৩২৩,৩২৪,৩৮৫,৩৭৯,৩৮০,৪২৬,৫০৬(২),১০৯ দঃ বিঃ বিশেষ সূত্রে জানা যায় নামিক আসামি গন দারুণ দুর্দান্ত, দাঙ্গাবাজ, সন্ত্রাসী,অস্ত্রধারী শ্রেণির লোক। পক্ষান্তরে বাদী বুজরত আলী মন্ডল একজন সহজ সরল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক। তাহার নি¤œ তপশিলি বর্ণিত জমি গত ৩০/০৫/১৯৮৪ইং তারিখে ২৩০৫ নং দলিল মূলে প্রাপ্ত হইয়া দীর্ঘ দিন যাবৎ ভোগ দোখল আসিতেছে। এমতাবস্থায় তাহার নিজ জমিতে গত ০১/১০/২০২০ ইং তারিখে বুজরত আলী মন্ডল ঘর দরজা নির্মাণ করিয়া স্ত্রী পরিজন লইয়া বসবাস করিয়া আসিতেছে। নামিক আসামি গনের সহিত দীর্ঘ দিন যাবত পারিবারিক ও জমি জমা লইয়া বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া ১-৮ নং আসামীগন প্রায় সময় বুজরত আলী মন্ডলের নিকট হইতে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করিয়া আসিতেছে। এমতাবস্থায় ঘটনার তারিখ ও সময়ের পূর্ব শত্রুতার সূত্রপাত ধরিয়া হাতে লাঠি, ফালা, লোহার রড,ইত্যাদি মারাত্মক অস্ত্রশস্রে সজ্জিত হইয়া একই উদ্দেশ্য বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া আমার নি¤œ তপশিলি বর্ণিত বসত বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া পূনরায় পাঁচ লক্ষ টাকা চাঁদ দাবি করিলে,বুজরত আলী মন্ডল অস্বীকার করিলে নামিক আসামি গন ধারালো অস্ত্র দিয়া নির্মিত ঘর দরজা সহ টিউবওয়েল, চার পাশের টিনের বাউন্ডারি ভাংচুর করিয়া অনুমান দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করিয়াছে। এবং বুজরত আলী মন্ডলের পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্য বেআইনি ভাবে মারপিট করে গুরুতর আহত করে। এবং বসত বাড়ি থেকে উচ্ছেদ করিয়া দিবে এমন হুমকি ধামকী দিয়া আসিতেছে। এমতাবস্থায়, সকল প্রশাসনের কাছে স্ববিনয় অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সুদৃষ্টি দেওয়ার জন্য ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com