পিরোজপুরের মঠবাড়িয়ায় গত শনিবার থেকে জাওয়াদের প্রভাবে এক টানা চার দিন গুড়ি গুড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষেত নেতিয়ে পড়েছে। এছাড়া শীতকালিন সবজি ক্ষেত জলমগ্ন হয়ে ফসলের ব্যাপক ক্ষতি আশংকা দেখা দিয়েছে। এ বছর মঠবাড়িয়া উপকূলীয় অঞ্চলের আমন ধানের বাম্পার ফলনের আশা করেছিলেন কৃষকরা। বৈরী আবহাওয়া বিরাজ করায় মাঠের আধাপাকা ধান নিয়ে কৃষকরা এখন চিন্তিত হয়ে পড়েছেন। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানাগেছে, এ বছর উপজেলার ১১ ইউনিয়নে ২২ হাজার হেক্টর জমিতে আমন ও ৩৫০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ করা হয়েছে। মাঠের ধান কেবল সোনা রঙ ধরতে শুরু করেছে। গত কয়েক দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতে ধান ক্ষেত নেতিয়ে পড়ায় ফসলহানীর আশংকায় কৃষকের মুখ এখন মলিন। উপজেলার কচুবাড়িয়া গ্রামের কৃষক বেলায়েত হোসেন জানান এ বছর আমন ধানের বাম্পার ফলন আশা করেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতা দেখা দেওয়ায় ধান গাছগুলো হেলে পড়ে অর্ধেক ধান পচে চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকাত হোসেন বলেন, হঠাৎ বৈরী আবহাওয়ায় আমন ধানের কিছুটা ক্ষতির আশংকা রয়েছে। কি পরিমান ক্ষতি হবে তা নিরুপণ করতে দুই একদিন সময় লাগবে। এবছর আমন ধানের বাম্পার ফলনের আশা। দুই একদিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হলে, রোদ উঠলে ক্ষতির পরিমান কমবে।