বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
উলিপুরে জাতীয় ফুল শাপলার আদলে ধানক্ষেত বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও সাহসী, সকলকে ধৈর্যের সাথে দেশের কল্যাণে কাজ করতে হবে-জেলা প্রশাসক পটুয়াখালী কমলগঞ্জে সীমানা পিলার উপরে ফেলে ভূমি জবরদখল করার অভিযোগে সংবাদ সম্মেলন কোম্পানীগঞ্জ উপজেলা হলো জামায়াতের সাত শহীদের জন্মভূমি-অধ্যক্ষ বেলায়েত হোসেন মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা পাবনায় র‌্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ২ আসামী গ্রেফতার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসে এম এ ফয়েজের বিদায় সংবর্ধনা বাগেরহাট প্রেস ক্লাবকে সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে-বিশেষ সাধারণ সভায় বক্তারা নেত্রকোনায় বন্যায় জনজীবন বিপর্যস্ত পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোল টেবিল বৈঠক

ভূঞাপুরে স্বাস্থ্য কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

তৌফিকুর রহমান ভূঞাপুর (টাঙ্গাইল) :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

টাঙ্গাইলের ভূঞাপুরে জরুরী রোগীবাহী এ্যাম্বুলেন্সের ভিডিও ধারণকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ কর্তৃক আনন্দ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে ভূঞাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সম্পাদক আব্দুর রাজ্জাক, ভূঞাপুর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মজিদ মিঞা, ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, প্রেসক্লাবের সহ সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদকি আতাউর রহমান তালুকদার মিন্টু, সৈয়দ মাসুদুল হক টুকু, ঘাটাইল প্রেসক্লাবের সদস্য গোলাম মোস্তফা ও আবু শোয়েব ডন। মানববন্ধনে বক্তারা ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন আহমেদকে ভূঞাপুর থেকে দূত অপসারণের দাবি জানান। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিকেলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নির্বাচনী সহিংসতায় আহত রোগীরা চিকিৎসা নিতে আসেন। এমন তথ্যমতে সাংবাদিক আল আমিন শোভন তার পেশাগত দ্বায়িত্ব পালনে উক্ত হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে মূমূর্ষ একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ মূমূর্ষ ওই রোগীর সাথে একই এ্যাম্বুলেন্সে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করে। পরে মূমূর্ষ ওই রোগীকে এ্যাম্বুলেন্সে উঠানোর ভিডিও করতে গেলো ডা. মহীউদ্দিন সাংবাদিক শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ক্যামেরা ছিনিয়ে নিতে ব্যর্থ হলে তাকে প্রকাশ্যে জনসম্মুখে শারীরিকভাবে লাঞ্চিত সহ অকথ্য ভাষায় গালাগালি করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com