শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া আসমা আব্বাসীর ইন্তেকাল রোহিঙ্গা সঙ্কট: আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও সহায়তা কমছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাতের টানে ঊঠে যাচ্ছে রাস্তার পিচ দেবিদ্বারে ঝূঁকিপূর্ণ সেতুতে চালক ও যাত্রীদের আতংকে পারাপার পাঁচবিবিতে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি শুরু গাইবান্ধায় দিনমজুরের বাড়ীঘর ভাংচুর লুটপাট কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কালীগঞ্জে মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের একাংশের মিছিল ফরিদপুরে টানা চতুর্থ দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

মুজিব নামেই মিশে আছে বাংলাদেশের নাম শীর্ষক বৈঠকি আড্ডা

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান নাট্য সমিতির

দিনাজপুরের শতবর্ষের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান নাট্য সমিতির আয়োজনে মুজিববর্ষ সমাপনী ও বিজয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে হতকাল শনিবার “মুজিব নামেই মিশে আছে বাংলাদেশের নাম” শীর্ষক বৈঠকী আলোচনা, কবিতা আবৃতি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যজন ও দিনাজপুর নাট্য সমিতির নাট্যাধক্ষ্য কাজী বোরহান। স্বাগত বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। বৈঠকি আয়োচনায় অংশ নেন সহ-সভাপতি আসাদুল্লাহ সরকার, কামরুল হুদা হেলাল, নজরুল ইসলাম নাজু, সহ-নাট্যধক্ষ্য তরিকুল আলম, সরফুদ্দিন পুটু, বিমান চক্রবর্তী প্রমুখ। কবিতা আবৃতি করেন তানিয়া রব্বানী, ইমান রহমত, শাহারিয়ার আলম, সুসমা সরকার, মিথলা, প্রতুষি রায় হিরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নুরুল মতিন সৈকত। বৈঠকি আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তার ডাকে শত শত যুবক দেশ স্বাধীনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার রক্ষা করতে হলে নিজ দায়িত্ব থেকেই দেশের চিন্তা করা উচিত। যারা দেশ স্বাধীন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিল তাদের মূল্যায়ন করা দরকার। বৈঠকি সভায় আমাদের দাবী দিনাজপুরের কৃতিসন্তান শহীদ আ.ন.ম গোলাম মোস্তফা ও দিনাজপুর বাসীর প্রানের মানুষ ড. জিসি দেব এর নামে স্মৃতি স্বরুপ কিছু করা দরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com