আগামী বছরের ৫ই জানুয়ারি পঞ্চম ধাপে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৭ টি ইউনিয়নে পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক পেয়েছেন শহিদুজ্জামান জুয়েল সরকার। প্রতীক পাওয়ার পর থেকেই মাঠে নেমে পড়েছেন। মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত মোটর সাইকেল প্রতীক পেয়েই সাধারণ ভোটারদের সাথে নিয়ে বালুয়াকান্দি, তেতৈতলা, ছোট রায়পাড়া,বড় রায়াপাড়া,মুদারকান্দি,আড়ালিয়া এলাকা সমূহে প্রতীক মটর সাইকেল নিয়ে গণসংযোগ করেছেন শহিদুজ্জামান জুয়েল সরকার । এ সময় তার সাথে তার প্রতীক বহনকারী প্রায় হাজার হাজার সাধারণ ভোটার ও স্থানীয় লোকজন সঙ্গে ছিলেন। বেশকিছু ভোটাররা বলেছেন সুখ, দুঃখে যাকে সব সময় পেয়েছেন সে হলো বালুয়াকান্দি ইউনিয়নের সফল চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার। এবারো তাকেই চেয়ারম্যান হিসাবে চান স্থানীয় প্রায় সকল মানুষ। তারা জানান,গত ইউপি নির্বাচনে ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের প্রিয় ব্যক্তিত্ব শহিদুজ্জামান জুয়েল সরকার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পাল্টে যেতে শুরু করে বালুয়াকান্দি ইউনিয়নের মানুষের জীবন যাপন ও উন্নয়নের সমীকরণ। জনকল্যাণ মূলক কর্মকান্ডর মুগ্ধ করা সততায় বিমোহিত হয়ে শহিদুজ্জামান জুয়েল সরকারের প্রতি সাধারণ মানুষের মধ্যে আস্থা বেড়েছে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশী। তাই সাধারণ মানুষের তুলনাহীন ভালোবাসা অনুমানের চেয়ে অনেক বেশী জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার এই জনপ্রিয়তায় বাঁধভাঙা জোয়ার সেই হিসেবে আবারো সবার ভোট পেয়ে এবারো বিপুল ভোটে বিজয় লাভ করে জনগণের ভালোবাসায় বিজয় ছিনিয়ে আনবে চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান জুয়েল সরকার। এমনটাই মনে করছেন তার সমর্থকরা। প্রতীক বরাদ্দের পর শহিদুজ্জামান জুয়েল সরকার বলেন, আমি মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছি, আমার নির্বাচনী এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো আমার সাথে রয়েছে। আগামী ৫ই জানুয়ারি নির্বাচন অবাদ সুষ্ঠ ও নিরোপেক্ষ হলে আশা করি বিপুল ভোটের ব্যবধানে মোটরসাইকেল প্রতীকের বিজয় হবে ইনশাআল্লাহ।বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজ্বী শহিদুজ্জামান জুয়েল সরকারএ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট তার নির্বাচনী প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন একই সাথে ভোট সমর্থন ও দোয়া কামনা করেছেন তিনি। নির্বাচনী মাঠে ইতো মধ্যেই মোটর সাইকেল প্রতীকের প্রচার মাইকে সুন্দর গান সম্বলিত প্রচারনা শোনা গিয়েছে। প্রচারনার দ্বিতীয় দিনই ভোটারদের নিকট মটর সাইকেল প্রতীক পৌছে দেওয়ার লক্ষে মাঠে নেমেছেন সাধারন কর্মীরা। সাধারণ ভোটারদের সাথে কথা হলে একাধীক ভোটার বলেন সুষ্ঠ নির্বাচন হলে মটর সাইকেল প্রতীকের বিজয়ের সমূহ সম্ভবনা রয়েছে। শহিদুজ্জামান জুয়েল সরকার আরো বলেন, একটি আধুনিক বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ রুপান্তি করার মানষিকতা নিয়েই গরীব, দুঃখী খেটে খাওয়া মানুষ গুলোর সাথে নিয়েই আমি নির্বাচনের মাঠে নেমেছি জয় ইনশাআল্লাহ হবেই হবে।