শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

ভালুকায় অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, হুমকির মুখে ফসলি জমি

বিল্লাল হোসেন ভালুকা (ময়মনসিংহ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের ভালুকায় অনুমোদন’ছাড়াই চলছে, ইটভাটা কালো ধোঁয়ায় পরিবেশ বিপর্যস্ত, ছাত্র ছাত্রীর স্বাস্থ্য ঝুঁকি। একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ও বিস্তির্ণ ফসলি জমিতে গড়ে উঠা লাইসেন্সবিহিন ১০/১৪ টি ইটভাটা নিয়মনীতির কোন তোয়াক্কা করছেনা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়পত্র ছাড়াই প্রশাসনকে ম্যানেজ করে দেদাড় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। ফলেই মারাত্মক হুমকীর মুখে পড়েছে ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (যা ১ জুলাই/২০১৪ থেকে কার্যকর) এ বলা হয়, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে আধুনিক প্রযুক্তির ইটভাটা অর্থাৎ জিগজ্যাগ ক্লিন, হাইব্রিড হফম্যান ক্লিন, বার্টিক্যাল শফট ক্লিন, টানেল ক্লিন বা অনুরুপ উন্নত কোনো প্রযুক্তির ইটভাটা স্থাপন করতে হবে। তাছাড়া আবাসিক, জনবসতি, সংরক্ষিত এলাকার বনভূমি ও গুরুত্বপূর্ণ এলাকায় ইটভাটা করা যাবেনা এবং সরকারী বনাঞ্চলের সীমারেখা হতে দুই কিলোমিটার দুরত্বে করতে হবে। পরিবেশ অধিদপ্তর হতে ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমোদন বা লাইসেন্স না নিয়ে ইটভাটা চালু করা যাবেনা। আর এই আইন অমান্য করলে ১০ বছরের কারাদন্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। আর এসব ইটভাটা তদারকি করার জন্য জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় বনবিভাগ উপজেলা প্রশাসনের সহযোগীতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান থাকলেও তাদের রহস্যজনক নিরবতার কারণে ভালুকার অধিকাংশ ইটভাটা মালিক এসব আইনের তোয়াক্কা না করে সংশ্লিষ্টদের ম্যানেজ করে দেদার তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে আশপাশ এলাকার আবাদি জমির উর্বরতা হ্রাসসহ বিভিন্ন প্রজাতীয় ফলজ, বনজ গাছপালাসহ প্রাকৃতিক পরিবেশ হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে। সরেজমিন উপজেলার ধরিয়া পলাশতলী গ্রামে গিয়ে দেখা গেছে, পূর্ব ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশ ঘেষে তিনটি ইটভাটা। আনিছুর রহমানের রিফাদ ব্রিক্সের পাশে গাড়ি ভর্তি ও স্তুপিকৃত এবং হুমায়ন কবির খানের আল সাফা ব্রিক্সেও একই অবস্থা। লাইসেন্স বিহিন তাদের এসব ইটভাটার চারপাশে মজুদ করে রাখা হয়েছে কয়েক’শ মন লাকড়ি। চিমনী দিয়ে প্রচন্ড বেগে বের হচ্ছে ধোয়া। আর সেই ধোয়া স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীসহ আশপাশের বসতি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। অপরদিকে রাজুই ইউনিয়নে উরাহাটি গ্রামে অবস্থিত মনু মিয়ার, এম.এম.আর ব্রিক?্স, সুরুজ তালুকদার, ভরাডোবা ইউনিয়নে পুরুরা গ্রামে দুলু চৌধুরীর মিজার ব্রিক্সেও একই চিত্র চোখে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভালুকা উপজেলার খারুয়ালী, ধলিয়া, মেদীলা, ভান্ডাব, বিরুনীয়া, রাংচাপড়া, শান্তিগঞ্জ, চান্দরাটি, হবিরবাড়ি, উরাহাটি ও ভালুকা উপজেলার সীমান্তবর্তী উরাহাটি গ্রামে মনু মিয়া এমএমআরসহ দুুুটি ভাটা ও পাশের শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী ধামলই গ্রামে সুরুজ মিয়ার টিএলআর ব্রিক্সসহ ভালুকার বিভিন্ন এলাকায় ১০/১৪ টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার দু’একটি ছাড়া কোনটিরই হালনাগাদ লাইসেন্স নবায়ন বা পরিবেশের ছাড়পত্র নেই। অভিযোগ রয়েছে, অধিকাংশ ইটভাটায় শিশু ও নারী শ্রমিক দিয়ে কাজ করানো হয়ে থাকে এমনকি ইট তৈরীতে ৩ থেকে ৪ ধরণের ডাইস ব্যবহার করা হয় এবং ইটের সাইজ ছোট-বড় করে প্রতিনিয়তই ক্রেতাদের সাথে প্রতারণা করা হয়ে থাকে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইটভাটা মালিক জানান, ভালুকার কোন ভাটারই লাইসেন্স নেই। কিভাবে চলে প্রশ্ন করা হলে তিনি জানান, জেলা প্রশাসক ও বনবিভাগ থেকে শুরু করে প্রতিটি সেক্টর ম্যানেজ করেই ভাটা পরিচালনা করা হয়ে থাকে। আর এসব ম্যানেজ করে থাকেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারী। আল সাফা ব্রিক্সের মালিক ও ইটভাটা মালিক সমিতির সহ সভাপতি হুমায়ন কবির খান জানান, ভালুকায় ১০ টি ইটভাটা রয়েছে। দু’একটি ছাড়া কোনটারই লাইসেন্স নেই। সার্বিকদিক ম্যানেজ করেই বরাবর যেভাবে চালানো হয়ে থাকে, এ বছরও সেভাবেই ভাটাগুলো পারিচালিত হয়ে আসছে। এ ব্যাপারে স্থানীয় বনবিভাগ উথুরা রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, আপনার যা জানার অফিসে এসে জেনে নিন, এক কথায় উত্তর বিষয়টি রহস্যময়। ভালুকা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী নয়া দিগন্তকে জানান, ইতোমধ্যে একটি ভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা করা হয়েছে। কোন কোন ভাটার পরিবেশের ছাড়পত্র নেই বা ভাটা আইন অমান্য করে তাদের কার্যক্রম পরিচালনা করছে, খোঁজ নিয়ে অভিযানের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com