বান্দরবানের আলীকদমে ব্র্যাক জিআরইএস পি শিক্ষা কর্মসূচী প্রকল্পের উদ্যোগে ১৭ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে সহযোগীতা মূলক কাজ করছে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত ব্র্যাক সংস্থার মাধ্যমে আলীকদমে ১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে খেলাধুলার উপকরণ বিতরন করা হয়। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিদ্যালয় সমূহে খেলাধুলার উপকরণ বিতরন করা হয়। খেলাধুলার উপকরণ বিতরনের সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মুসাব্বির হোসেন খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আশীষ কুমার মহাজন ও ব্র্যাক শিক্ষা অফিসার মোঃ জাকারিয়া খান উপস্থিত থেকে বিদ্যালয় গুলোতে খেলাধুলার উপকরণ বিতরন করেন। অনুষ্ঠানিক ভাবে খেলাধুলার উপকরণ গ্রহণ করেন জনাব আপ্রুমং মার্মা,প্রধান শিক্ষক আলীকদম আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধুংথোয়াই মং মার্মা প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলীকদম বাসর্টার মিনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের হাতে একই শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়েছে। ব্র্যাক শিক্ষা অফিসার মোঃ জাকারিয়া খান বলেন, আলীকদম উপজেলার ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরন করা হয়েছে, খেলাধুলার উপকরণ গুলো হল, ফুটবল, ক্রিকেট ব্যাট,ভলিবল, ভলিবল নেট,ক্রিকেট স্ট্যাম্প, স্কীপিং রোপ,টেনিস বল, প্রতিবন্ধীদের জন্য ৫ সেট পোষ্টারসহ বিভিন্ন ধরণের খেলাধুলার উপকরণ বিতরন করা হয়েছে।