মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

জামালপুর জাতীয় সমাজসেবা দিবস পালিত

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই স্লোগান সামনে রেখে রবিবার জামালপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে শোভাযাত্রা ও জামালপুর প্রতিবন্ধী ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ, ঋণ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক রাজু আহম্মেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক সাফি আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মনির হোসেন খান, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিযাস মল্লিক ও নিবন্ধন কর্মকর্তা ফারুক আহম্মেদ। সভা শেষে উপকারভোগীদের মাঝে স্বল্প সেবামূল্যে সাড়ে তিন লাখ টাকা ঋণ বিতরণ, প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে হুইল চেয়ারসহ অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এছাড়া শেষে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ছেলে, মেয়ে ও প্রতিবন্ধী শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।জানা যায় জামালপুরে সমাজসেবা অধিদপ্তরের সেবা কার্যক্রমের মধ্যে প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী দ্বারা নিগৃহীত মহিলাদের ভাতা, বেদে, হিজড়াসহ অন্যান্য বিপদাপন্ন জনগোষ্ঠীর ভাতা, ক্যান্সারসহ জটিল রোগীরদের চিকিৎসা সহায়তা, নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাঝে অনুদান, শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com