না ফেরার দেশে কোরিয়ান অভিনেত্রী কিম মি সু। তার বয়স হয়েছিলেন ৩১। কোরিয়ান ড্রামা ‘স্নোড্রপ’-এ অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন কিম মি সু। বুধবার (৫ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার এজেন্সি ল্যান্ডস্কেপ এন্টারটেইনমেন্ট। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এই দুঃখের সংবাদটি জানাচ্ছি। কিম মি সু ৫ জানুয়ারি মৃত্যুবরণ করেছেন। এই আকস্মিক দুঃখের সংবাদে তার পরিবার অত্যন্ত ব্যথিত।’
কিম মি সুর মৃত্যু নিয়ে কোনো প্রকার গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আন্তরিকভাবে কোনো প্রকার গুঞ্জন না ছড়ানোর অনুরোধ করছি। কারণ মৃতের পরিবার যারা এখনো শোকাহত, তারা যেন শোক সামলানোর সুযোগ পান। পরিবারের অনুরোধে শেষকৃত্য খুব গোপনীয়ভাবে হবে। দয়াকরে কিম মি সুর আত্মার শান্তি কামনা করুন। আমরা তার পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি।’ ‘স্নোড্রপ’ ড্রামা সিরিজে ইয়ো জাং মিন চরিত্রে অভিনয় করেন কিম মি সু। সিরিজটি এখনো স¤প্রচার হচ্ছে। এটি ছাড়াও বহুল আলোচিত ‘হেলবাউন্ড’, ‘হাই বাই মামা’, ‘দ্য স্কুল নার্স ফাইলস’, ‘ইউমিস সেলস’ ড্রামা সিরিজে অভিনয় করেছেন কিম মি সু।