মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁয় বেইজলাইন সার্ভের প্রতিবেদন অবহিতকরণ সেমিনার

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

নওগাঁয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে বেইজলাইন সার্ভের প্রতিবেদন অবহিতকরণ উপলক্ষে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সার্কিট হাউস মিলনায়তনে ক্রিশ্চিয়ান এইড এর ইএলএমসি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মাহেনুর চৌধুরী বর্ণার সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার নাজমুল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক নূর মোহাম্মদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মু.জাবেদ ইকবাল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এস.এম হুমায়ুন কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ^জিৎ সরকার মনি, একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, সাংবাদিক ও মিডিয়া কর্মী কাজী কামাল হোসেন প্রমুখ। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য ও প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন ক্রিশ্চিয়ান এইড এর ইএলমসি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মাহেনুর চৌধুরী বর্ণা। সেমিনারে প্রকল্প পরিচিতি ও বেসলাইন সার্ভে বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর শামসুর রহমান। সেমিনারে আরো জানানো হয় যে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১% অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে, যারা ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয়, লিঙ্গভিত্তিক পরিচয় ও ভৌগলিক অবস্থানের কারণে মূলধারা থেকে অনেকটা পিছিয়ে। এ সকল জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান এবং আইনী সেবা প্রাপ্তির ক্ষেত্রেও নানাভাবে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। অথচ আমাদের দেশের সর্বোচ্চ আইন অর্থাৎ সংবিধানের ২৮ (১ ও ২) নং অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে যে শুধুমাত্র জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের কারণে রাষ্ট্র কোন নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করতে পারবে না। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখতে পাওয়া যায় না। প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে কর্মএলাকার ৮টি জেলাতে বেইজলাইন ও পারসেপশন সার্ভে পরিচালনা করা হয়। বেইসলাইন সার্ভের তথ্য উপাত্ত উপস্থাপন শেষে বিদ্যমান সকল প্রকার বৈষম্য ও নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে বছরব্যাপী প্রচারাভিজানের শুভ উদ্বোধন ষোষণা করা হয় এই সেমিনারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com