ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, কৃষক-শ্রমিক মেহনতি মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহের ৩১তম প্রয়াণ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মণি সিংহ মেলা শেষ হয়েছে। বুধবার রাতে স্থানীয় নেতৃবৃন্দের আলোচনা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হয়। সাত দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে সমাপনি দিনে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ’’কমরেড মণি সিংহের আত্মত্যাগ’’ নিয়ে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, মণি সিংহের একমাত্র সন্তান সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: দিবালোক সিংহ, উপজেলা আ‘লীগের সিনিয়র সহ:সভাপতি আলী আসগর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সুজন সভাপতি অজয় সাহা, জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া প্রমুখ। বক্তারা বলেন, মানুষের অধিকার রক্ষায় কমরেড মণি সিংহ সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবনাদর্শ থেকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনেক কিছুই শিখতে হবে। উপস্থিত সকলকে মণিসিংহের জীবন সংগ্রাম সম্পর্কে জানতে আহবান জানান। আলোচনা শেষে সুসং সাংস্কৃতিক সংঘ ও আসাফো দুর্গাপুর শাখার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও সপ্তাহব্যাপী শিশুদের মেধা বিকাশে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরনীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।