সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ বান্ধব উৎপাদিত ইট বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গায় বাজার জাতকরণে বাধা ও গাড়ী থেকে জোর পৃর্বক ইট ছিনিয়ে নেয়া এবং শ্রমিক নির্যাতন করার প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির ভুইয়াগাঁতী কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন, সাধারন সম্পাদক আবু হানিফ খান ও সাংগঠনিক সম্পাদক জুবাইয়ের হোসেন সহ অন্যরা। এসময় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।