স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) স্বাধীনতার ৫০ বছরে বিভিন্ন ক্যাটাগরীতে সারাদেশে ৫০ জনকে জয় বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২২ এর জন্য মনোনীত করেছেন। এর মধ্যে রয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মুশুদ্দি ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ‘দৈনিক সমকাল’ পত্রিকার ধনবাড়ী ও মধুপুর উপজেলা প্রতিনিধি আনছার আলী। স্বধীন বাংলা সংসদ করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পদকের জন্য মনোনীত করেছে। আগামী ২১ জানুয়ারী ঢাকা কেন্দ্রিয় কচি-কাচার মেলা মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পদক প্রদান করবেন। স্বাধীন বাংলা সংসদের সভাপতি শাহ্-আলম চুন্নু স্বাক্ষরিত পত্রে এ পদকের বিষয়টি জানান। এ ব্যাপারে সাংবাদিক আনছার আলী বলেন, ‘জয় বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২২ এর মতো বিরল সম্মানে সম্মানীত করায় বিজ্ঞজুরি বোর্ড ও স্বাধীন বাংলা সংসদকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানাই।’ তিনি আরও বলেন, ‘করোনা অতিমারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিষেশ অবদানের মধ্যে গুরুত্বপূর্ণ কর্মকান্ড যেমন- গ্চিছত হজের টাকায় করোনা মহামারিতে হত দরিদ্র অসহায় সাতে তিনশত পরিবারের মাঝে বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান, জনসচেতনতামূলক প্রচারণা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, মসজিদ মাদ্রাসায় দান-অনুদান ও সহায়তা প্রদান, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড করা হয়।