মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

উল্লাপাড়ায় তেলিপাড়া স্কুলে নিম্নমানের শিক্ষা উপকরণ বিতরণের অভিযোগে চেয়ারম্যান অবরুদ্ধ, নৈশ প্রহরী আটক

সন্দীপ সরকার (উল্লাপাড়া) সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

অসময়ে এবং নিম্নমানের শিক্ষা উপকরণ বিতরণ করতে গিয়ে উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এই ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ও তার সঙ্গীরা। শিক্ষার্থীরা চেয়ারম্যান ও তার সঙ্গীদেরকে স্কুলে অবরুদ্ধ করে রাখে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। এই ঘটনায় উল্লাপাড়া থানা পুলিশ তেলিপাড়া স্কুলের নৈশ পহরী আব্দুল খালেককে আটক করেছে। তবে অভিযুক্ত চেয়ারম্যান নিম্নমানের শিক্ষা উপকরণের আভিযোগ অস্বীকার করেন। তেলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূধন সরকার জানান, এলজিএসপি প্রকল্পের আওতায় সরকার ২০২০-২০২১ অর্থ বছরে তেলিপাড়া স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানের জন্য উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর জলিলকে ২ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু আব্দুল জলিল এই বরাদ্দের অর্থ থেকে সময় মত তেলিপাড়া স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেননি। বিষয়টি তেলিপাড়া স্কুল কর্তৃপক্ষ জানতো না। কয়েক দিন আগে এলজিএসপিথর সিরাজগঞ্জ অফিস থেকে তেলিপাড়া স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করার ব্যাপারে একটি তদন্ত টিম আসে। তাদের কাছ থেকে প্রধান শিক্ষক বিষয়টি জানতে পারেন। এদিকে এলজিএসপিথর পক্ষ থেকে তদন্তের খবর পেয়ে বুধবার বিকেলে উক্ত চেয়ারম্যান আব্দুল জলিল তার পরিষদ সদস্য গোপেন্দ্রনাথ ও আব্দুল কুদ্দুসকে নিয়ে কিছু স্কুল ব্যাগ কিনে বিতরনের জন্য তেলিপাড়া স্কুলে আসেন। এসময় শিক্ষাথীরা ক্ষুব্ধ হয়ে স্কুল চত্বরে চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্ন মানের স্কুল ব্যাগ গ্রহন না করার বিষয়ে নানা শ্লোগান দেয়। এক পযায়ে চেয়ারম্যান ও তার সঙ্গীদেরকে কিছু সময় অবরুদ্ধ করে। পরে স্কুলের শিক্ষকগণ চেয়ারম্যানকে ছাত্রদের নিকট থেকে সরিয়ে তাকে মুক্ত করেন। এব্যাপারে উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, করোনার কারণে স্কুল দীর্ঘ দিন বন্ধ থাকায় তিনি সময় মত তেলিপাড়া স্কুলে ছাত্র ছাত্রীদেরকে স্কুল ব্যাগ দিতে পারেননি। মঙ্গলবার ওই স্কুলে স্কুল ব্যাগ বিতরণ করতে গেলে কিছু শিক্ষক কর্মচারীর প্রোরচনায় শিক্ষার্থীরা তার সঙ্গে খারাপ আচরণ করে তাকে ও তার সঙ্গীদেরকে অবরুদ্ধ করে। পরে তেলিপাড়া গ্রামের লোকজনের সহযোগিতায় তিনি মুক্ত হন। এব্যাপারে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে উল্লাপাড়া মডেল থানায় মামলা দিয়েছেন। এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উধুনিয়া ইউপি চেয়ারম্যানের মামলার প্রেক্ষিতে বুধবার সকালে তেলিপাড়া স্কুলের নৈশ প্রহরীর আব্দুল খালেকে থানায় আটক করে প্রকৃত ঘটনা সম্পর্কে জিজ্ঞসা বাদ করা হচ্ছে। এব্যাপারে সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, করোনার কারণে হয়ত উক্ত চেয়ারম্যান সময় মত তেলিপাড়া স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করতে পারেননি। তবে চেয়ারম্যান আব্দুল জলিল আবিলম্বে এই উপকরণ সরবরাহ করবেন বলে তাকে জানিয়েছেন। চেয়ারম্যান কাজ না করলে তাকে বিল প্রদান করা হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com