পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য ভারত সরকারের দেওয়া পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখান করেছেন। গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে প্রবীন এই রাজনীতিবিদের পরিবারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এর আগে সামাজিক এবং জনসেবামূলক ক্ষেত্রে অবদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ পুরস্কার দেওয়ার কথা জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃদ্ধদেব ভট্টাচার্য বলেন, ‘আমি এই পুরস্কার নিয়ে কিছুই জানি না। এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। যদি তারা আমাকে পদ্মভূষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’ বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও একইভাবে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ভারতের প্রবীণ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়৷পশ্চিমবঙ্গ থেকে এ বছর পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্তদের তালিকায় নাম রয়েছে গুণী অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়েরও। সিপিআইএমের এক টুইট বার্তায় জানানো হয়, ‘পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনীত বুদ্ধদেব ভট্টাচার্য তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের কাজ জনগণের জন্য। আমরা পুরস্কারের জন্য কাজ করিনা।’
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরা কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী৷ তারা কোনো পদক বা পদের জন্য রাজনীতি করেন না৷’