শেরপুরে ৫ শতাধিক কম্বল নিয়ে অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন মেয়র পুত্র শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ। তিনি গত ২০, ২১ ও ২২ জানুয়ারী শেরপুর পৌর এলাকার মোট ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার আশপাশের কয়েকটি ইউনিয়নে প্রায় ৫ শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ শেরপুর পৌরসভার ৩ দফায় মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক। শীতবস্ত্র কম্বল পেয়ে উপকারভোগী কয়েকজন জানান, বাপু এই শীতে পাতলা কাপড় দিয়ে রাত পার করছি। মেয়র পুত্রের কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হলো। এখন আর রাতে শীতে কষ্ট করতে হবে না। এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ বলেন, আমি সবসসময় অসহায়দের জন্য কিছু করার চেষ্টা করি। গত বছর বন্যার সময় ও করোনাকালীন সময়ে পৌরবাসীর জন্য খাদ্য সামগী পৌছে দিয়েছি। এবার ৫ শতাধিক কম্বল প্রদান কর্মসূচি সমাপ্ত করলাম। আগামী দিনেও হতদরিদ্র গরীব মানুষের পাশে দাঁড়ানোর পর চেষ্টা। এসময় অন্যানোদের মধ্যে শেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান শান্ত, পরিবেশ বিষয়ক উপ সম্পাদক রাশেদুল ইসলাম রিফাত, ছাত্রলীগ নেতা মাজেদ, সোহেল, মনির, স্বাক্ষর, মুফিদ, চাঁদ সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।