টঙ্ক ও জমিদার প্রথা উচ্ছেদ আন্দোলনের অন্যতম মহীয়সীনারী নেত্রী, কমরেড মনিসিংহের সহযোদ্ধা শহীদ রাশিমণি‘র ৭৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে হাজং মাতারাশিমণি মেলা উদ্যাপন কমিটির আয়োজনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বহেড়াতলী গ্রামের রাশিমণি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন নারীনেত্রী কুমুদিনী হাজং। উদ্বোধন শেষে মহান নেত্রীর প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীলসমাজের পক্ষ থেকে পূস্পার্ঘ অর্পন শেষে মালা মার্থা আরেং এরসঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক এর সভাপতিত্বে আলোচনা করেন, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং, উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, উপজেলা সিপিবি’র সভাপতি আলকাছ উদ্দিন মীর, মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোবারক হোসেন, আদিবাসী নেতা বারেন্দ্র দ্রং প্রমুখ। এছাড়া কবিতা পাঠ করেন কবি হরিদাস হাজং, লোকান্ত শাওন, পহেলী দে, দেবব্রত দাশ, হরিদাস হাজং, দুনিয়া মানুন, শাওন হাসান, বিদ্যুৎ সরকার, মুর্শিদা আকন্দ, দোলন হাজং, নাজমুল হুদা সারোয়ার প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরনী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়। গীতিকার সুজন হাজং তার বক্তব্যে বলেন, বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনে রাশিমণি’র বীরত্বপূর্ণ কৃতিত্বের জন্য তাঁকে শ্রদ্ধা জানাই। এছাড়া এই মহান নেত্রীকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাই।