রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রমের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। আসনসংখ্যা পূরণ না হওয়ায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি নেবে বিশ^বিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে এসব তথ্য জানিয়েছেন। বিশ^বিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্রে জানা যায়, গত ২৯ নবেম্বর প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ করে ১ ডিসেম্বর ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু আসনগুলোতে পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ভর্তি কার্যক্রম ১৫ ডিসেম্বর এবং ক্লাস শুরু ২১ ডিসেম্বর নির্ধারণ করে। ১২টি অনুষদে প্রায় ২০০ আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু করা হয়। আসনগুলো পূরণ করতে ভর্তি কার্যক্রম ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর মধ্যেও শিক্ষার্থীদের ভর্তি বাতিল অব্যহত থাকায় আবারও ভর্তি কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বর্ধিত করা হলো।