কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি” পুর্ণগঠত করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারী) তবকপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাকক্ষে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেনÑতবকপুর ইউনিয়নের ৬নং ওয়াডের্র ‘চ্যাম্পিয়ার ফাদার’ আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা (সাংবাদিক)। সভায় বক্তব্য রাখেন-নব-নির্বাচিত তবকপুর ইউপি ৭-৮-৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সুফিয়া বেগম, ১নং ওয়ার্ড সাধারণ সদস্য শ্রী সুশান্ত মন্ডল, ২নং ওয়ার্ড সদস্য হামিদুর রহমান (নুরুন্নবী), ৩নং ওয়ার্ড সদস্য রাধানাথ বম্মণ, ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড সদস্য মোর্শারফ হোসেন প্রমূখ। বক্তাগণ বলেন, জানা গেছে- বাল্যবিবাহের অবস্থানে বাংলাদেশ বিশ্বের তৃতীয় এবং এশিয়া মহাদেশে প্রথম। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে তুলনা করলে দেখা যায় কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহের হার তুলনামূলকভাবে সর্বোচ্চ। তাই সভায়, তবকপুর ইউনিয়নের ‘সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি’র ২০ সদস্যের মধ্যে অন্তর্ভূক্ত হয়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের প্রতিজ্ঞা পূর্বক উপস্থিত সকলেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, তবকপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের নির্বাচন স্থগিতের কারনে চেয়ারম্যান, ১জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১জন সাধারণ সদস্য পরবর্তীতে পদাধিকারের ভিত্তিতে পুণর্গঠিত এ কমিটিতে অন্তর্ভূক্ত হবেন।