বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায়, পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডিসি অফিস ঘুরে বনরূপা এসে সমাবেশ মিলিত হয়। পার্বত্য চট্টগ্রামের নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বান্দরবানের রুমা উপজেলায় উপজাতীয় দেশদ্রোহী সন্ত্রাসী সংগঠন জেএসএসের(মূল) সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদ হাবিবুর রহমানকে ব্রাশ ফায়ার করে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ নাদিরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি আমির মোঃ সাবের, কাজী জালোয়া, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিব আজম, প্রচার সম্পাদক মোঃ তাজুল ইসলাম, রাঙামাটি জেলা সদস্য সচিব মোঃ মামুনুর রশীদ মামুন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সাংগঠনিক মোরশেদা আক্তার, রাঙ্গামাটি জেলা সভাপতি সালেহা আক্তার, সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পার্বত্য চট্টগ্রামে চুক্তি করা হয়েছিল পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে কিন্তু পার্বত্য চুক্তির দীর্ঘ বছর অতিবাহিত হলেও জেএসএস তথা সন্তু লারমা এখনো তাদের অবৈধ অস্ত্রের মাধ্যমে চুক্তি বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের এই অবৈধ অস্ত্র ব্যবহারের ফলে দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ জনগণ কেউ হত্যাকা- থেকে বাদ যাচ্ছেনা। সুতরাং সন্তু লারমা যেহুতু চুক্তির মূল ধারা ভঙ্গ করে পাহাড়ে এখনো অবৈধ অস্ত্রের কার্যক্রম পরিচালনা করছেন সেহেতু পার্বত্য চট্টগ্রাম চুক্তি মূল্যহীন প্রমানিত হয়েছে, সুতারাং এই চুক্তি বাতিল করে পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে ও পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফকে চিরতরে নির্মূল করে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।