গজারিয়ায় উপজেলা ১নং হোসেন্দী ইউনিয়ন পরিবেশে উৎসব মুখর পরিবেশে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরণ,বিদায়ী চেয়ারম্যান ও সদস্যদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ চত্বরে সকল কর্মকর্তা ও কর্মচারীর আয়োজনে ৩নংওয়ার্ডের বিদায়ী মেম্বার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে,২নং ওয়ার্ডের বিদায়ী মেম্বার জনাব মোঃ রিয়াদ হোসেন দাউদ এর সঞ্চালনায় আজকের এই বিদায়ী এবং বরণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী এবং বরণ সভা অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেনকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় হোসেন্দী ইউনিয়ন বাসীদের উদ্যোগে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব হাজী মোঃ আক্তার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সেলিম রেজা। নব-নির্বাচিত চেয়ারম্যান এর ছোট ভাই হাজী মোঃ মাহবুবুর রহমান। নব-নির্বাচিত মেম্বার জনাব মোঃ জাহাঙ্গীর আলম। নব-নির্বাচিত মেম্বার জনাব মোঃ মহিউদ্দিন মোল্লাহ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠানের বিদায়ী এবং বরণ সভায় উপস্থিতি ছিলেন বিদায়ী ২নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ রিয়াদ হোসেন দাউদ, ৩নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ আক্তার হোসেন, ১নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ বাসেদ মেম্বার, ৪নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ আব্দুল হাই। এ সময় তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অভিষেক অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব হাজী মোঃ আক্তার হোসেন একটি সার্টিফিকেট সাক্ষর করে হোসেন্দী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ আবু ইউসুফ এর হাতে তুলে দেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ফিতা কেটে অফিস কক্ষে প্রবেশ করেন নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেন এবং নব-নির্বাচিত মেম্বার দের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহণ এর জন্য নব নির্বাচিত চেয়ারম্যান ইসমানিরচর গ্রামের মোঃআমজাদ হোসেন নামে এক যুবককে একটি ভ্যান উপহার দেন। প্রসঙ্গত, ৬ই ফেব্রুয়ারী মুন্সিগঞ্জ জেলা সার্কিট হাউজে ৩টি উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের এবং ১০ই ফেব্রুয়ারী গজারিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।