সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

দেশের জনগণ আন্দোলন সংগ্রাম চায় না, চায় উন্নয়ন- মনোহরদীতে শিল্পমন্ত্রী

মাহবুবুর রহমান মনোহরদী (নরসিংদী) :
  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন- বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও খেলাধুলায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। দেশের জনগণ আন্দোলন সংগ্রাম চায় না, চায় উন্নয়ন। মনোহরদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিল্পমন্ত্রী। এসময় তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে সরকারের গৃহীত উন্নয়ন কাজে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এবং জনপ্রতিনিধিদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করারও নির্দেশ দেন। নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মনোহরদীতে প্রায় ১৫কেটি টাকা ব্যায়ে ৮টি রাস্তার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানটি মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী প্রকৌশলী মীর মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব ইমাম মোরশেদ (প্রকল্প পরিচালক নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি), জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) খন্দকার আসাদুজ্জামান, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com