মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিলের অর্থায়নে উন্নয়ন সংঘ দরিদ্র পরিবারগুলোর মাঝে গৃহায়ন ঋণ বিতরণ করেছে। বিতরণ কাজ উদ্বোধন করেন উন্নয়ন সংঘে নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। ১৭ফ্রেব্রুয়ারি দেওয়ানগঞ্জ উন্নয়ন সংঘের সঞ্চয় ব্যবস্থাপনা কর্মসূচির কার্যালয়ে নির্বাচিত দরিদ্র পরিবারগুলোর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক মুর্শেদ ইকবাল, এসএমপি ব্যবস্থাপক শাহজাহান মিয়া, সিডস কর্মসূচির ব্যবস্থাপক এসএ সামসুদ্দিন প্রমুখ।মুজিববর্ষ উপলক্ষে সরকারের গৃহায়ন তহবিল থেকে বাংলাদেশ ব্যাংক স্বল্প সেবামূল্যে উন্নয়ন সংঘকে ২০০ ঘর বরাদ্দ দেয়। প্রথম পর্যায়ে ৬৬টি ঘরের ঋণের টাকা বিতরণ শেষ হয়েছে। বাকী ঘরের ঋণ দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে বলে জানা যায়।জানা যায় মুজিববর্ষ ছাড়াও বাংলদেশ ব্যাংকের সহায়তায় ১৮৪জন দরিদ্র পরিবারের মাঝে উন্নয়ন সংঘ গৃহায়ন ঋণ বিতরণ করেছে। উন্নয়ন সংঘের নামে এ পর্যন্ত ৩৮৪ জন দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ ব্যাংক মোট বরাদ্দ দিয়েছে ৪ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকা। ঋণ আদায়ের হার শতভাগ বলে জানায় উন্নয়ন সংঘ কর্তৃপক্ষ।