সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

চিরিরবন্দর পুনট্টি জনসংগঠনের ভূমিহীনরা খাস জমিতে বাড়িঘর নির্মাণ ও আবাদ শুরু করেছে

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ইউনিয়ন জনসংগঠনের ভুমিহীনরা দীর্ঘদিন পর পুনট্টি গমিরা হাট সংলগ্ন ১নং খাস খতিয়ান ভুক্ত ২ একর ৩০ শতক জমি ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রাপ্ত জমিতে বাড়িঘর নির্মাণ ও চাষাবাদ শুরু করেছে। ১৯ ফেব্রুয়ারী রোববার ঘটনাস্থলে গেলে ভুমিহীন মোঃ মতিউর রহমান, মোস্তাফিজুর রহমান, লিটন সরকার, শহর বানু, জবেদা বেগম, ববিতা বেগম, মোঃ রুপম, মোঃ জামিনুল ইসলাম, মোঃ বেলাল ইসলাম, মোঃ জালাল হোসেন ও মোঃ বদরুজ্জামান বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সরকারি খাস জমি পাওয়ার জন্য আন্দোলন করে আসছি। ১০নং পুনট্টি ইউনিয়ন পরিষদের সচিব শ্রী জগোমহন রায় স্বাক্ষরিত খাস জমির কাগজ পেয়ে উক্ত জমি দখল করি ৬ মাস পূর্বে। আমরা বিভিন্ন সময় ঘর নির্মাণ করতে গেলে প্রভাবশালী অবৈধ দখলদার আলিম উদ্দিন ও হামিদুল ইসলাম গংরা বাধা সৃষ্টি করে এবং হুমকি ধামকি প্রদান করতে থাকে। গত ৪দিন পূর্বে এলাকার প্রভাবশালী ব্যক্তি আনোয়ারের নির্দেশে অলিম উদ্দিনের পুত্র মোঃ শরিফুল এবং মৃত হাকিম উদ্দিনের পুত্র রবিউল আমাদের সংগঠনের সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দেয় এবং নির্মিত কাঁচা ঘরে আগুন লাগানোর হুমকি প্রদান করে। মানবাধিকার ঘোষনার অনুচ্ছেদ ৭ ও ১৭ এর বাংলাদেশ সংবিধান ধারা ২৮ অনুযায়ী সরকারি খাস জমি প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ভুমিহীনরা ভোগ করবে। অথচ ইতিপূর্বে উক্ত প্রভাবশালী অবৈধ দখলদারদের সাথে আমরা প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করে জমিতে আবাদ ও বাড়িঘর নির্মাণ শুরু করেছি। তারা যেন এব্যাপারে আমাদের ক্ষতি করতে না পারে সেজন্য আমরা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com