মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিক্ষাক্রমের আওতায় মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ের পরীক্ষামূলক কার্যক্রম (পাইলটিং) শুরু হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর দিন গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রসঙ্গত, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সাল থেকে। শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরুর লক্ষ্যে পরীক্ষামূলক কর্মসূচি পারিচালিত হবে এবছর।
যেসব প্রতিষ্ঠানে শুরু হয়েছে পাইলটিং: বরিশাল সদরের বরিশাল জিলা স্কুল, জেলার বানারীপাড়া উপজেলার সালিয়া বাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় ও স্বরূপকাঠি উপজেলার স্বরূপকাঠি পাইলট উচ্চবিদ্যালয়, বরগুনা জেলা সদরের বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় ও হাইমচরের বাজেপ্তী রমনীমোহন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামে জেলার আনোয়ারা উপজেলার আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ডাবলমুরিং থানার পাঠানটুলি সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়, মীর সরাইয়ের সরকার হাট এনআর হাই স্কুল ও কোতোয়ালি থানার ফুলকি সহজপাঠ বিদ্যালয়, কুমিল্লা জেলা সদরের কুমিল্লা ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা শিক্ষা বোর্ড মজেল কলেজ, রঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার শহীদ শামছুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়, ঢাকার রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল, বসিলা উচ্চ বিদ্যালয়, মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুরের সহজপাঠ উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডির সরকারি ল্যাবরেটরি হাই স্কুল, মুন্সীগঞ্জ জেলা সদরের বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়, ফরিদপুর জেলা সদরের সারদাসুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় ও চরভদ্রাসনের হরিরামপুর উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া চরপলাশ উচ্চ বিদ্যালয় ও ইটনা উপজেলার লাইমপাশা উচ্চ বিদ্যালয়, যশোর জেলার কোতোয়ালি থানার বিমান বন্দর বিদ্যালয়, খুলনা জেলার বাটিয়াঘাটার বি এল জে মাধ্যমিক বিদ্যালয়, খুলনা জেলা সদরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও জেলার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া জেলা সদরের কুষ্টিয়া জিলা স্কুল ও জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছী মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বি বি আর এন এস ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ জেলা সদরের ময়মনসিংহ জিলা স্কুল, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি মিশন বালিকা উচ্চবিদ্যালয় ও আটপাড়া উপজেলার মনসুরপুর আব্দুল হামিদ তালুকদার উচ্চ বিদ্যালয়, পাবনার আটঘরিয়া উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয়, রাজশাহী জেলা সদরের সরকারি পি এন বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয় ও গোদাগাড়ী উপজেলার এএফ জেড পাইলট গার্লস হাই স্কুল, সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার মাজেদা আদিল মোমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও সিরাজগঞ্জ সদরের ভিক্টোরিয়া হাই স্কুল, দিনাজপুর জেলা সদরের সেন্ট ফিলিপস উচ্চ বিদ্যালয় ও জেলার ফুলবাড়ির অম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়ার দাশিয়ার ছড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলার রৌমারী উপজেলার টাপুরচর বিজি হাই স্কুল, রংপুর জেলা সদরের পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, জেলার পীরগঞ্জ উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় ও শহীদবাড় বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ও জেলার গোপালগঞ্জ উপজেলার মুরাদিয়া সাবুরিয়া উচ্চ বিদ্যালয়।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান: চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার সীতাকুন্ডু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার ধামরাই এলাকার ধামরাই ট্রেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
৯টি মাদ্রাসা: বরগুনা জেলার বামনা উপজেলার লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসা, ঢাকার সাভার উপজেলার দারুল উলুম আহসানিয়া দাখিল মাদ্রাসা, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আহমেদু জোবাইদা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, যশোরের শার্শা উপজেলার লাউতাড়া রাবেতা উল উলুম দাখিল মাদ্রাসা, ময়মনসিংহের মুক্তগাছার আল মা-আরিফুল ইসলাময়িা দাখিল মাদ্রাসা, পাবনার বেড়া উপজেলার পাঁচুরিয়া দাখিল মাদ্রাসা, দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাউশগাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কুড়িগ্রামের রাজারহাটের রাজারহাট ফাজিল মাদ্রাসা এবং সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় শাহ এম এম দাখিল মাদ্রাসা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com