বাংলাদেশের ক্রিকেট এমন চিত্র এবারই প্রথম। চেয়ারে বসে ছোট ভাই প্রশ্নের জবাব দিচ্ছেন সাংবাদিকদের। পাশে দাঁড়িয়ে বড় ভাই। তিনি দায়িত্ব পালন করছেন দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে। দুই ভাই তামিম ইকবাল ও নাফিস ইকবালকে নিয়ে মঙ্গলবার আলোচনায় সরব চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এখন তামিম ইকবাল। তার বড় নাফিস ইকবাল বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার। এই দায়িত্ব তিনি পালন করছেন গত বছরের নভেম্বর থেকে। ইনজুরির কারণে তামিম দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। তাই দেখা হয়নি দুই ভাইয়ের। এবার দেখা হয়ে গেল আফগান সিরিজে।
তামিম যখন জাতীয় দলে পা রাখেন, নাফিস তখন দলের বাইরে। বাংলাদেশের হয়ে সবশেষ ম্যাচটি নাফিস খেলেন ২০০৬ সালের মার্চে। তামিমের আন্তর্জাতিক অভিষেক এর ১১ মাস পর। ছোট ভাই তামিম এখন প্রতিষ্ঠিত ক্রিকেটার। নাফিস ব্যাট-প্যাড ছেড়ে এখন কাজ করছেন বিসিবির হয়ে।
একসাথে কাজ করা। সেখানে ভাই সম্পর্কটা আড়ালেই থাকল তামিমের ভাষায়। ফুটে উঠলো যেখানে পেশাদারিত্ব। তামিম বলেন, ‘দেখুন, এটা একটা এমন জায়গা, আমাদেরকে খুব খুব বেশি পেশাদার হতে হবে। হ্যাঁ, তিনি আমার ভাই। আমাদের সম্পর্ক আছে। তবে জাতীয় দলে দায়িত্ব পালন করার সময় ম্যানেজার হিসেবে তাকে আমার সম্মান করতে হবে, তারও আমাকে সম্মান করতে হবে খেলোয়াড় হিসেবে। এটা পেশাদার জায়গা যেখানে সম্পর্ক আসে পরে, পেশাদারিত্ব প্রথমে।’