মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

বরিশালের চরমোনাই মাহফিলগামী বাস উল্টে আহত ৫৫ জন

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠীতে চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্যে আশা এম এম পরিবহন ঢাকা মেট্রো ব ১৪-০০৯৫ নামে একটি বাস দূর্ঘটনায় অন্তত ৫৫ মুসল্লী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেলাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে পুলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখার সময় তারা দুর্ঘটনাকবলিত বাসটিকে খাঁদ থেকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছিল। গৌরনদী হাইওয়ে থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১০টার পরে যশোর থেকে ৫৫ জন মুসল্লী নিয়ে ওই বাসটি চরমোনাইয়ের মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ছেড়ে আসে। বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে বাসটি বেপরোয়া গতিতে গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রীজ এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রন হারালে বাসটি উল্টে গিয়ে আশোকাঠী ব্রীজের উত্তর পান্তের ঢালের খাঁদে পড়ে যায়। এতে বাসটির ভিতরে থাকা ৫৫ জন মুসল্লীর সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত ১২ জনকে বরিশাল হাসপাতালে প্রেরন করা হয়। বাকী আহতরা ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোরে ফিরে যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com