গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, কোটালীপাড়ার থানার ওসি মোঃ জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, রাফেজা বেগম, এডভোকেট বিজন বিশ^াস, তুষার মধু, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, কবি সুকান্তের ভট্টাচার্যের আদর্শকে তরুন প্রজন্মের কাছে পৌছে দিতে ও তার স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় আগামী ১ এবং ২ মার্চ দুই দিন ব্যাপী স্বাস্থ্যবিধি মেনে কবি সুকান্ত মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস বলেন, কবি সুকান্ত মেলা আয়োজনে উপজেলা পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য। মা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।