শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ২২ বছর পর গ্রেফতার

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ২২ বছর পর গ্রেফতার করেছে র?্যাব ১৪। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী)দুপুরে র?্যাব-১৪এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ মে ২০০০ সালে জামালপুরের মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই আসর উদ্দিনকে কুপিয়ে গুরুত্বর আহত করে আব্দুল জলিল(৭২)। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আসর উদ্দিনের মৃত্যু হয়। হত্যার পর বিগত প্রায় ২২ বছর যাবত বিভিন্ন জায়গায় ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন আব্দুল জলিল। গত ৮ আগষ্ট ২০১৮ সালে জামালপুরের বিশেষ দায়রা জজ জহুরুল কবির আসামী আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। ঐ হত্যা মামলা দায়েরের পর থেকে আব্দুল জলিল পলাতক ছিলেন। র?্যাব-১৪ তথ্য প্রযু্িক্ত ব্যবহার করে র‌্যাবের একটি আভিযানিক দল জেলার মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল জলিলকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে র?্যাবের সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com