পদ-পদবী ও গ্রেড পরিবর্তনের দাবিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের লাগাতার পূর্ণ কর্মবিরতি চলছে। বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস), জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারী সমিতি (বাকাসস)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার ২য় দিনেও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীবৃন্দ। আন্দোলনরত বাকাসস কুমিল্লা জেলা কার্যকরী কমিটির সদস্য ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শাখাওয়াত হোসেন বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবিত আমাদের পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে মাননীয় প্রধানমন্ত্রী ২০২১ সালের ২৪ জানুয়ারি অনুমোদন দিয়েছেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় সম্মতি দিচ্ছে না। তাই বাবিককাকস ও বাকাসস কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন, একই কার্যালয়ের অফিস সহকারি এনামুল করিম, সার্টিফিকেট সহকারী মোহাম্মদ ইব্রাহিম, সাঁটমুদ্রাক্ষরিক আবুল বাশার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির মোঃ আবুল হাছান ও অফিস সহকারী সফিকুল ইসলাম। এদিকে, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের লাগাতার পূর্ণ কর্মবিরতির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে আসা বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভোগান্তিতে পড়ছেন। সেবা না পেয়েই তাদের ফিরে যেতে দেখা গেছে।