২ মার্চ বুধবার শিব চতুর্দশী (শিবরাত্রী) উদযাপন উপলক্ষে আয়োজিত দিনাজপুরের শত বৎসরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পাক পাহাড়পুর রেড ক্রিসেন্ট শ্রীশ্রী শিব মন্দিরের সংস্কারের জন্য নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপির দেয়া ১ লক্ষ টাকা মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমা কান্ত রায়। মন্দিরের পক্ষে অনুদানের অর্থ গ্রহণ করেন মন্দির কমিটির সভাপতি কৃষ্ণা ঘোষ, সাধারন সম্পাদক গৌর চন্দ্র শীল, কোষাধ্যক্ষ শিবু নাথ সেন, প্রবীর কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, নির্বাহী সদস্য ডাঃ ডিসি রায়, পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী সঞ্জিব কুমার রায়, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার মহিলা জোটের সাধারন সম্পাদক মল্লিকা রানী দাস, শহর শাখার সাধারন সম্পাদক রাজু দাস। রমা কান্ত রায়ের সাথে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস, এম খালেকুজ্জামান রাজু, বিরল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান কামু, বিরল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল ইমরান সানমুন। প্রধান অতিথি বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর বিভাগের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্ত রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। সে কারণে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী মন্দির, মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য অনুদানের অর্থ প্রদান করে যাচ্ছেন।