শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

খাদ্যপন্য, ভোজ্য তেল, জ্বালানী, গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে, চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে এবং পারমানবিক অস্ত্রমুক্ত শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার প্রত্যাশায় ৫ মার্চ জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা কমিটির যৌথ উদ্যোগে সকাল ১১টায় শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উভয় সংগঠনের জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুৃমন মাহমুদ, সাংবাদিক অ্যাডভোকেট ইউসুফ আলী, তৌফিকুল আলম শরিফ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রমেন বনিক, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ, সদস্য মুর্শেদ ইকবাল, লিটন সরকার, আব্দুল খালেক, কৃষি শ্রমিক মুছা মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি, পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন।বক্তারা বলেন খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেলেও সরকারের দিক থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। সরকারের বাণিজ্য মন্ত্রীর উদ্ভট বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বক্তার বলেম বলেন এসি রুমে বসে আপনি বাজারে খবর রাখেন না। বাজারে প্রবেশ করে দেখুন মানুষের মাঝে নাভিশ্বাস উঠেছি। সিন্ডিকেট ভাঙ্গুন নইলে বাজারে যে আগুন জ্বলছে তা মানুষের মনে ছড়িয়ে পড়লে তা কোনভাবেই নিভানো সম্ভব হবে না। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং যুদ্ধ ও পারমনাবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, দেশে চলমান, খুন, ধর্ষণ, অজ্ঞাত লাশ উদ্ধার, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং লাগামহীন দুর্নীতি বন্ধের দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com