মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নের সাইবেনীখিলে অবস্থিত আল একরাম ইসলামীয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫মার্চ) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ৩৫জন ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও সবক প্রদান করা হয়। সবক প্রদান উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আল একরাম ইসলামীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল হালিমের সঞ্চালনায় এবং মাদ্রাসার সভাপতি আলহাজ্ব একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক বাবুল। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রতিষ্ঠাতা সদস্য জেরু মিয়া, আবুল কালাম মিয়া, নুরুল আজম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সবক প্রদান করেন করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোবারক হোসেন মিয়াজী। উল্লেখ্য, উক্ত মাদ্রাসা ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে অজপাড়ার শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ৮ম শ্রেণী পর্যন্ত প্রায় ২৭০ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মূলঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে আরিফুল হক রনি ও সাধারন সম্পাদক পদে বাঁধন গোলদার নির্বাচিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা ফুলমোহন বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফুল হক রনি। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সঙগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।