শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

কালীগঞ্জে ৩ গরু চোরকে আটক করল বারবাজার হাইওয়ে থানা পুলিশ

হুমায়ুন কবির ঝিনাইদহ :
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

ঝিনাইদহ বারবাজার হাইওয়ে থানা পুলিশ একটি চোরাই গরু, বহন করা পিকআপভ্যানসহ তিন চোরকে আটক করেছে।
এব্যপারে বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে ৬ মার্চ রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে একটি পিকআপে করে চোরাই গরু নিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বারবাজার ফুলবাড়ী (ঝিনাইদহ -যশোর মহাসড়ক) নামক স্থানের চেক পোস্ট বসানো হয়। এই চেকপোষ্টে দায?িত্বরত অফিসার গরুবোঝাই একটি পিকআপের গতি রোধ করেন এবং পিকআপে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন তারা গরুচোরের সদস্য। আর চোরাই গরু বিক্রির উদ্দেশ্যে তারা পিকআপে করে নিয়ে যাচ্ছিল। এসময় একটি চোরাই গাভী গরু ও একটি পিকআপ (যার নম্বর ঢাকা মেট্রো-ন- ১৩-৫৮৫৭) সহ তিন চোরকে আটক করা হয়। আটককৃত ৩ গরু চোর হলো বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে আল-আমিন শেখ(২৫), খুলনা তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের আসমত গাজীর ছেলে রাব্বী গাজী(২০) ও একই গ্রামের আব্দুল গফুর এর ছেলে রাবিব হোসেন(২১)। তিনি আরো জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে তিন চোর ও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ১টি গাভী গরু ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ও পিকআপ গাড়িটি বারবাজার হাইওয়ে থানায় আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com