নেত্রকোনা জেলার দুর্গাপুরে ৪ মার্চ (শুক্রবার) নান্দাইল উপজেলা প্রেসক্লাবের শিক্ষা সফর সফলভাবে সম্পন্ন হয়। ৪ মার্চ (শুক্রবার) সকাল ৭ টায় প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল এবং সাধারন সম্পাদক শামছুজ্জামান বাবুলের নেতৃত্বে সিনিয়র সহ সভাপতি আব্দুর রাশিদ, সহ সভাপতি খায়সারুল আলম ফকির, যুগ্ন সম্পাদক আশরাফুল আলম ও জাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আল- আমিন কাজল, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন, নির্বাহী সদস্য রকিবুল করিম ভূঁঞা আরিফ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন রিগ্যাল শো-রমের সামনে জমায়েত হন। পরে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মাজহারুল হক ফকির যোগ দিলে শিক্ষা সফর যাত্রা শুরু হয়। সকাল ১০টায় বাস দুর্গাপুর পৌঁছায়। স্থানীয় মহিলা কলেজের অধ্যাপিকা দেলোয়ারা বেগম মমতা ও শারমিন সুলতানা তানি সকলকে স্বাগতম জানান এবং স্থানীয় গাইড হিসেবে সফল ভূমিকা পালন করেন। সারাদিনে বিপীনগঞ্জ সাদা মাটির পাহাড়, বিজয়পুর রানিখং মিশন, বিজিবি ক্যাম্প জিরু পয়েন্ট, কমলা বাগান, হাজংমাতা রাসমনি স্মৃতিসৌধ, শিবগঞ্জ সহ অন্যান্য শিক্ষনীয় স্থান পরিদর্শন করা হয়। সন্ধায় দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক ও সাধারন সম্পাদক জামাল তালুকদারের আমন্ত্রনে প্রেসক্লাব ভবনে চা পার্টি অনুষ্ঠিত হয়। রাত ৮টায় ফিরতি যাত্রা শুরু হয়। রাত ১১ টায় বাস নান্দাইল পৌঁছালে নান্দাইল উপজেলা প্রেসক্লাব সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সফল শিক্ষা সফরের পরিসমাপ্তি হয়।