আগামী ৩১ মার্চ ফাইভজির নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম আয়োজন উপলক্ষে দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক করলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গত বৃহস্পতিবার ১০ মার্চ বৈঠকটি বিটিআরসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান, কমিশনার, মহাপরিচালক-সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপারেটরগুলোর পক্ষ থেকে শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আরও জানা গেছে, ফাইভজির জন্য ২২০ মেগাহার্টজ তরঙ্গ রয়েছে।
বৈঠকে অংশ নেওয়া রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের কিছু বিষয় জানার ছিল। বৈঠকে সেই বিষয়গুলোর ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। এখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফোরজি গাইডলাইনে যেভাবে স্পেক্ট্রামের (তরঙ্গ) মূল্য পরিশোধ করার কথা বলা আছে সেভাবেই হয়তো সব হবে। নিলামের ৬ মাসের মধ্যে ফাইভজির ট্রায়ালে (পরীক্ষামূলকভাবে চালু) যেতে হবে।
জানা গেছে, আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় নিলামের শিরোনাম ঠিক করা হয়েছে ‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’। নিলামে মেগাহাটর্জ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ বছরের জন্য ৬ মিলিয়ন ডলার। এবারের নিলামের জন্য ২.৩, ২.৬ এবং ৩.৫ গিগাহার্টজ ব্যান্ড নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২.৬ গিগাহার্টজ ব্যান্ডে ১২০ মেগাহার্টজ এবং ২.৩ গিগাহার্টজ ব্যান্ডে ৬৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দযোগ্য অবস্থায় রয়েছে। তবে এই ব্যান্ডেই ৩৫ মেগাহার্টজ তরঙ্গ অজের ওয়্যারলেস ব্রডব্যান্ডের অনুকূলে বরাদ্দ দেওয়া রয়েছে। এই তরঙ্গ বাতিল করা হলে ২.৩ গিগাহার্টজ ব্যান্ডে মোট তরঙ্গ হবে ১০০ মেগাহার্টজ। এই তরঙ্গ নিলামে বরাদ্দ প্রদানের জন্য নিলাম নির্দেশিকা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ব্লকে। প্রতি ব্লকে থাকবে ১০ মেগাহার্টজ করে তরঙ্গ।