গত কয়েকটি বছর নিজেকে অনেক পরিবর্তন করেছেন তাসকিন। চেহারার মধ্যে আগের সেই কিউট ভাবটা নেই। চেহারাদের মধ্যে কঠোর পরিশ্রমের ছাপ। বল হাতে ক্রিজে মাঝে মধ্যে ঝড় তোলেন। উঠান গতির ঝড়। দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন এই পেসার। দলীয় সাফল্যের সঙ্গে নিজেও রাঙাতে চান বল হাতে। হতে চান বিশ্বের সেরা বোলার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবসময় প্রক্রিয়ায় মনোযোগটা বেশি থাকে। আমি ভালো খেলি না খারাপ খেলি, নিজের প্রক্রিয়াটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। কারণ স্বপ্ন অনেক বড়। আমি বিশ্বের সেরা বোলার হতে চাই। এ জন্য সবসময় নিজের ফিটনেস ও বোলিং যদি উন্নতি হয় সেদিকে মনোযোগ দিচ্ছি। আজকেও নিজে ওয়ার্কলোডে মেন্টেইন করলাম। যেহেতু টেস্ট খেলি, তাই আমার বোলিং ওয়ার্কলোড ঠিক রাখতে হয়। একই সঙ্গে সাদা বলে মাঝের ওভারের বোলিং করছিলাম। সেদিন তামিম ভাইর সঙ্গে নতুন বলের বোলিং করছিলাম।’
তিনি আরও বলেন, ‘প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করছি। আমার দুর্বলতাগুলোকে কমিয়ে আনার চেষ্টা করছি। নিজের শক্তিকে আরও ধারালো করার চেষ্টা করছি। সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা সবাই আসলে পেস বোলিং ইউনিট। সবার মধ্যে বন্ডিং অনেক ভালো। সবাই এক সঙ্গে চেষ্টা করছি। আশা করি রিভার্স সুইং, ডেথ ওভার, এসবও আমাদের উন্নতি হবে।’
‘গত এক-দেড় বছর ধরে পেস বোলিং বিভাগটা ধীরে ধীরে উন্নতি করছে। এবং সবাই ধারাবাহিক। আশা করছি এটা ধরে রাখতে পারব। সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ, ২৩ এর বিশ্বকাপ আছে। আমরা যদি সিরিজ ধরে ধরে নিজেদের উন্নতির ধারাটা বজায় রাখতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।’ সাকিব নেই দক্ষিণ আফ্রিকা সফরে। বিসিবি তাকে ছুটি দিয়েছে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। তারকা এই অলরাউন্ডারকে মিস করবেন তাসকিন। তিনি বলেন, ‘অনেক মিস করব। সাকিব ভাই তো সবসময় এক্স ফ্যাক্টর। উনি থাকলে যে কোনো দলের জন্য ভালো হয়। কিন্তু যদি না খেলে থাকে তাহলে আমরা অনেক মিস করব।’