শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে তিন চোখ, দুই মুখ ও দুই জিহবার অদ্ভুত বাছুরের জন্ম

মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা শিবগঞ্জ এলাকায়, রামপুর গ্রামে।গত ২৬ মে ঈদের দিন সকাল ১১টার দিকে সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়ন রামপুর গ্রামের শামসুল হকের গরু একটি বাছুর প্রসব করে, প্রসব করা গরুর বাছুরটি দুইটি মুখ দুইটি জিহবা ও তিনটি চোখ নিয়ে জন্ম নেয়।

এলাকায় এ ঘটনা জানাজানি হলে বাছুরটিকে দেখার জন্য সকাল থেকে হাজারো মানুষের ভিড় জমান শিশু, কিশোর কিশোরী সব বয়সের মানুষ, বাছুরটির দুটি মুখ, দুটো কান, তিনটি চোখ ও চারটি পা। বাছুরটি জন্মের পর থেকে সুস্থ রয়েছে। তবে বাছুরটি কে ফিডারে করে দুধ খাওয়াতে হচ্ছে বলে জানান শামসুল হকের ছেলে।

গাভীর মালিক শামসুল হক আরও বলেন, আমি দীর্ঘদিন বাড়িতে গরু লালন পালন করে আসছি এমনটি কখনো ঘটেনি পাঁচ ছয় বছর আগে পাশের উপজেলা পীরগঞ্জ থানা এলাকা ঘিটোব গ্রাম থেকে ৯৫ হাজার টাকা দিয়ে গাভীটি কিনেছিলাম সেই গাভীর বাছুরটি লালন পালন করে বড় করেছি এখন এই গাভীর পেট থেকে বাছুর জন্ম নিয়েছে, কিন্তু এই ধরণের ঘটনা এই প্রথম ঘটেছে তবে গাভীটি এর আগে আরও বাচ্চা প্রসব করেছে এমনটি আগে কখনো ঘটেনি শামসুল হকের ছেলে আরও জানান, গাভীটি যখন বাচ্চা প্রসব করে তখন প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বেরিয়ে আসে পরে বাছুরটির দুটি মুখ, দুটি কান, তিনটি চোখ ও চারটি পা রয়েছে। আর বাছুরটি এখনো সুস্থভাবে বেঁচে আছে।।বাছুর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসা যাওয়া করছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com